পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইগঃ তুলে মা রে ফুল সকলি ফিরে যায় সিন্ধু-কুলে ডুবিছে তপন, পাখীরা ফিরিছে নিজ নীড়ে। कभनिनौ भूटिझ नग्नन्, মধুচক্রে মধুমক্ষি ফিরে। শুষ্ক পাতা ভূমেতে ঝরিছে, শাস্ত স্তব্ধ হ’তেছে সমীর। দূরে তারা খসিয়া প’ড়িছে আঁধার হ’তেছে আরো স্থির। সে আমার লইছে বিদায় — কোথায় ফিরিয়া যাব হায়? ধরার সকলি ফিরে যায় — সিন্ধু-উর্ম্মি ডাকে—আয়, আয়। কেমনে পারিব না মুহূর্ত্ত বঁচিতে ভেবেছিন্ন, তাহার বিহনে। বেঁচে আছি—তবু বেঁচে আছি, বেঁচে আাছি বুঝি না কেমনে। তুলো না রে ফুল তুলে না রে ফুল। হ’তেছে রে ভুল মরমে। গেয়ে না রে গান! কেঁদে ওঠে প্রাণ সরমে। নাহিক সে রাতি, বৃথা আশে মাতি কি হবে? ww-e