পাতা:অধিকরণমালা.djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ৩২ ৩ পাদ" প্রকার সন্দেহে ইহলোক ও পরলোকে গমনাগমন প্রত্যক্ষ করিয়া প্রথমতঃ জীবকেই বিজ্ঞানময় শব্দের প্রতিপাদ্য বলিয়া নিশ্চয় হয়, ইহা পূর্ব্বপক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে পরব্রহ্মই এস্থলে বিজ্ঞানময় শব্দের প্রতিপাদ্য হয়েন, তবে যে এস্থলে আদ্যন্ত মধ্যে জীবের উক্তি আছে সে কেবল প্রাণাদি হইতে জীবকে পৃথক করিয়া পরব্রহ্মত্ব প্রাপ্তি প্রতিপাদন করিবার নিমিত্তে লিখিত হইয়াছে, অতএব পরব্রহ্মই এ বাক্যের প্রতিপাদ্য হয়েন । ১৪ । ইতি প্রথমাধ্যায়ে তৃতীয় পাদ। -*