পাতা:অধিকরণমালা.djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয়াধ্যায়ে প্রথম পাদ প্রথমাধিকরণ প্রথমাধ্যায়ে পরবহ্মেতে শ্রুতি সকলের যে সমন্বয় উক্ত হইয়াছে তাহাই দ্বিতীয়াধ্যায়ের প্রথম পাদের প্রত্যেক অধিকরণের বিষয় । সেই বিষয় বাক্যে এইৰূপ সংশয় হয়,যে বস্তু স্বৰূপ নিৰূপণে প্রবৃত্ত সংখ্য স্মৃতি দ্বারা বেদান্ত সমস্বষের কেবল অনুষ্ঠেয় ধর্ম্ম নিৰূপণে সঙ্কোচ কর। কর্ত্তব্য কি না? যদি কর্ত্তব্য না হয় তবে সাংখ স্মৃতি প্রবৃত্তির স্থল থাকে না, আর যদি সঙ্কোচ করা কর্ত্তব্য হয় তবে উভয়েরই স্থল থাকে, অতএব সঙ্কোচ করা কর্ত্তব্য,ইহা পুর্ব্বপক্ষ । ইহার সিদ্ধান্ত এই যে সাংখ্য স্মৃতি দ্বারা বেদান্ত সমন্বয়ের সঙ্কোচ করা কর্ত্তব্য নহে, যেহেতু প্রত্যক্ষ বেদ মুলক ব্রহ্ম কারণবাদি মম্বাদি স্মৃতি দ্বারা অমূলক সাংখ্য স্মৃতি বাধিত হওয়াতে তাহার প্রাবল্য নাই, সুতরাং তাহার দ্বারা বেদান্ত সমন্বয়ের কেবল ধর্ম্ম নিৰূপণে সঙ্কোচ না করিয়া ধর্ম্ম ব্রহ্ম উভয়.নিৰূপণে তাহার প্রবৃত্ত থাকাই যুক্তি সিদ্ধ । ১ । _ _.