পাতা:অন্ধকারের আফ্রিকা.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“ጴ 8& অন্ধকারের আফ্রিকা বাসী তাদেৱ নিগ্রো স্ত্রীর ছেলেমেয়েদের পথে বের করে দিতে পারলেই যেন বঁাচে । নিজের ছেলে বলে পরিচয় দিতেও লজ্জা অনুভব করে। হিন্দুৱা অতি কমই নিগ্রো স্ত্রীলোক বিয়ে করে। ষে সকল হিন্দু নিগ্রো স্ত্রী বিয়ে করেছেন তঁরা তাদের ছেলেমেয়েদের পরিত্যাগ করা দূরের কথা, যাতে তাদের উন্নতি হয় তারই চেষ্টা করছেন, কিন্তু অন্যান্যরা তা না করে ভবিষ্যতে ভারতবাসীর বিপদের সৃষ্টি করছে। • মৃত্যুর পূর্বে জেনারেল ক্রগার বলেছিলেন দক্ষিণ-আফ্রিকাতে ভারতবাসীয় যদি স্থান হয় তবে তঁর স্মাত্মা কষ্ট পাবে । বড় দুঃখে তিনি সেকথা বলেছিলেন । তঁর সেরূপ মন্তব্য করার অধিকার ছিল বলেই বলতে সক্ষম হয়েছিলেন । আমি ভারতবাসী, আমি বলবি ভারতবাসী অনেক বৎসর ধরে নানা রকমে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকার জন্যই স্বদেশে বিদেশে নানারূপ অন্যার কাজ করেছে এবং এখনও কখছে -এসব দোষ ক্ষমার উপযুক্ত। দক্ষিণ-আফ্রিকা যখন ঠিক ঠিক ভাবে স্বাধীন হবে। তখনই তারা আমার অস্তরের কথা বুঝবে । দ্বারে-এ-সেলামে আসার পর তারু আমার সংগে দেখা করেছি” । সে আমাকে বলেছিল এখান হতে জাহাজে চড়ে গোল্ডকোস্টে যাবে। সখান যেতে যদি সম্ভব হয় তবে পরে আমেরিকা যাবার চেষ্টা করবে। আমেরিকায় যেতে না পারলে দক্ষিণ-আফ্রিকাতে বাস্তুদের সংগে মিশে Iাতে করে দক্ষিণ-আফ্রিকাতে নিগ্রোদের উন্নতি হয় তারই চেষ্টা করবে। তার মন ছিল সরল এবং কঠিন। সে হয়ত একদিন কোন সাম্রাজ্যবাদী শক্তির ফিরুদ্ধে মাথা খাড়া কয়ে দাড়াবে এবং আফ্রিকা হতে সকল YBD KDDB OBBD SYD DBBDBS DBS S L D KDDLDDL অথবা সংগ গুণেই হক তার জীবনের গতি পরিবর্তন হয়েছিল। উগান্ডা এবং বাগনাড়া শ্রেণীৱ লোকের কাছে দাড়িয়ে লেকচার দেবার সময় মতার