পাতা:অন্নদামঙ্গল.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ど)8 अब्बमोभक्रल । এত বুলি বসুন্ধর যোগ সনে করি ভর জীয়া সহ শরীর ত্যজিল । অন্নপূর্ণ তুষ্ট হয়ে চলিলা দুজনে লয়ে রায় গুণাকর বিরচিল ॥ বসুন্ধরের মর্ত্যলোকে জন্ম । বসুন্ধর বসুন্ধর অন্নদার শাপে । সমাধিতে দিয়া মন তন্থ ত্যজে তাপে । বসুন্ধর বসুন্ধর বসুন্ধর চলে । আগে আগে অন্নপূর্ণ য়ান কুতুহলে ৷ কর্ম্মভূমি ভূমণ্ডল ত্রিভুবনে সার। কর্ম্মহেতু জন্ম লৈতে আশা দেবতার। সপ্তদ্বীপ মাঝে ধন্য ধন্য জম্বুদ্বীপ। তাহীতে ভারতবর্ষ ধর্ম্মের প্রদীপ ॥ তাহে ধন গৌড় যাহে ধর্ম্মের ধিধৰ্পন । সাদ করি যে দেশে গঙ্গার অধিষ্ঠান ॥ বাঙ্গালীয় ধন্য পরগণা বাগুয়ান । • ভাহে বড়গাছি গ্রাম গ্রামের প্রধান । পশ্চিমে আপনি গঙ্গা পুর্ব্বেতে,গঙ্গিনী সেই গ্রামে উত্তরিলা অন্নদু তারিণী । জয় রে কহেন দেবী হাসিয়া হাসিয়া । এ গ্রামে কে বড় দুঃখী দেখহ ভাবিয়া । ভার ঘরে জন্মিবে আমার বসুন্ধর '.. বড় সুখী করিব পশ্চাতে দিয়া বর }