পাতা:অন্নদামঙ্গল.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরিহোড়ে অন্নদার দয়া । ১৭১ শুনিয়া পদ্মিনী কহে শুন ঠাকুরাণী । অন্নপূর্ণ কেবা কিবা কিছুই না জানি | বুড়ীটি কহেনরাম গুন मैन निग्ना । অন্নপূর্ণ নাম লয়ে হাড়ী,পাড় গিয়া । হাড়ীভর অন্ন অর ব্যঞ্জন পাইলে । কোন কালে খাও নাই এমন খাইবে । শুনিয়া পদ্মিনী বড় আনন্দ পাইল । অন্নপূর্ণ নাম লয়ে প্রণাম করিল ॥ " হাড়ী পাড়ি দেখে অঙ্গ ব্যঞ্জনের রাশি । দণ্ডবত প্রণাম বুড়ীরে করে আসি ৷ হরিহোড় বলে তুমি কে বট আপনি । পরিচয় দেহ বলি পড়িল ধরণি ॥ বুড়ীটি কহেন বাছ আগে অন্ন খাও । শেষে দিব পরিচয় আর যাহা চাও. হরি বলে পিতা মাতা আগে খান ভাত । পরিচয় দিলে অন্ন খাইব পশুচীত ॥ ক্ষুধা তৃষ্ণ দুর হৈল তোমূরে দেখিয়। দূর কর দুর্ভাবন পরিচয় দিয়া ॥ হাসিয়া কহেন দেবী অরে বাছা হরি । পরিচয় দিব আগে দুঃখ দূর করি । অণহা মরি ঘুটে বৈচি তোমার নির্বাহ । এই ঘুটে একখানি বেচিবারে যাহ ॥ এত বলি এক খানি ঘুটে হাতে লয়ে । দিলেন হরির হাতে অমুকুল হয়ে ।