পাতা:অবতার.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર8 यादष्ठांद्र দেবদূত, আমাকে সমস্ত প্রলোভন থেকে সর্ব্বদাই রক্ষা করচেন—তিনি ধর্ম্ম হতেও শ্রেষ্ঠ, কর্ত্তব্য হতেও শ্রেষ্ঠ, পুণ্য হতেও শ্রেষ্ঠ,—আর সেই দেবদূতই আমার প্রাণেশ্বর-কেন্টি লাবিন্‌স্কাকে আমি দেবতার মত পূজা করি। আমার সৌভাগ্য এই যে, যিনি আমার হৃদয়-মন্দিরের দেবতা, তার সঙ্গেই আমি বিবাহবন্ধনে আবদ্ধ।”

  • এই অকপট আন্তরিক পতি-ভক্তির কথা শুনে আমার চোথে জল এল ; আর সেইসঙ্গে আমার জীবনের মর্ম্মগ্রন্থিটিও যেন ছিন্ন হয়ে গেল ।

“রাণী প্রাস্কোভি আমার কষ্টে বিচলিত হয়ে, নারীজনসুলভ স্নেহমমতার বশে নিজের সুরভি রুমালপানি আমার চোখের উপর বুলিয়ে দিলেন। আর বললেন—“ছি, কেঁদো না। আর কোন বিষয় ভাবতে চেষ্টা কর, মনে কর, আমি চিরকালের মত বিদায় নিয়েছি, আমি মরে গেছি। আমাকে ভুলে যাও। দেশ-বিদেশ ভ্রমণ করে বেড়াও, কাজ কর, লোকের উপকার কর, সচেষ্টভাবে বিশ্বমানবের কাজে যোগ দাও —লোকের সঙ্গে মেশামেশি কর—অটের চর্চা কর, কিংবা আর কাউকে ভালবেসে মনকে শান্ত কর ।” “আমি অস্বীকারের ভঙ্গী করলাম । রাণী আবার বলতে লাগলেন – “তুমি কি মনে কর, আমার সঙ্গে বরাবর এইরূপ দেখাসাক্ষাৎ করলেই তোমার কষ্টের লাঘব হবে ? আচ্ছ। দেশ, তুমি এসে, আমি তোমার সঙ্গে সর্ব্বদাই দেখা করব । ভগবান বলেছেন, শক্রকেও ক্ষমা করবে। তবে, যারা আমাদের ভালবাসে তাদের সঙ্গে কি খারাপ ব্যবহার করা ঠিক ?—কথনই না। কিন্তু তবু আমার মনে য়, বিচ্ছেদই এর অমোঘ ঔষধ দুই বৎসর কাল পরে, আমরা সহজভাবে, বিনা সঙ্কটে পরস্পরের হস্ত-মর্দ্দন করতে পারব -তারপর একটু হাসবার চেষ্ট্র • কুরে বললেন—“অবশু; বিনা সুন্ধটে তোমার স্ট্রেঞ্জ