পাতা:অবতার.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(te অবতার তরুণীর ছবি ফুটিয়া উঠিল। পরিধানে আলখাল্লার স্তায় একটা শিথিল পরিচ্ছদ ; নেত্রযুগলের বর্ণ সমুদ্র-হরিৎ, কুঞ্চিত স্বর্ণ-কুণ্ডল, পিয়ানোর পর্দাগুলোর উপর চঞ্চল সুন্দর হাতদুটি ছুটয় বেড়াইতেছে। ছবিখানি এমন চমৎকার আঁকা যে, তাহা দেখিলে গুণী চিত্রকরেরাও ঈর্ষায় মরির शांशेउ - ইনিই রাণী প্রাস্কোভি লাবিন্‌স্কা; কৌন্টের আবেগময় আহ্বান শুনিয়া আসিয়া উপস্থিত হইয়াছেন । ডাক্তার, কেীট-ওলাফের হস্ত গ্রহণ করিয়া সম্মোহন-জল-পাত্রের একটা পায়ার উপরে উহা স্থাপিত করিলেন । বৈদ্যুতিক চুম্বক-শক্তিতে ভরা ঐ ধাতুখণ্ড একটু স্পর্শ করিবামাত্র কোন্ট যেন বজাহত হইয়া ভূতলে পড়িয়া গেলেন। ডাক্তার উহাকে বাহুর দ্বারা জড়াইয়া ধরিলেন, এবং হাল্কা পালকের মত উঠাইয়া লইয়া একটা পালঙ্কের উপর গুয়াইয়া দিলেন। তারপর ঘণ্টা বাজাইয়া ভূত্যকে ডাকিলেন। ভূত্য দরজার চৌকাঠে আসিয়া দাড়াইল । ডাক্তার বলিলেন— “অক্টেভকে এথানে নিয়ে আয় ।”