পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চুলকোতে বললে, ‘কে অকালে আমার নিদ্রাভঙ্গ করলে ? হে রাম আমি তোমার কাছে কী অপরাধে অপরাধিনী যে আমাকে বনবাসে দেবে ? হায় কুশি লব তোরা আজ অনাথ হলি। অযোধ্যার রাজলক্ষ্মী আমাকে বিদায় দাও। মা পৃথিবী কোলে নাও মা—বলে সোনা আবার মূছিতা হয়ে পড়ল। যত লোক ছিল কেঁদে ভাসিয়ে দিলে যাত্রা শুনে। সোনা যে পাঠ ভুলে সীতাহরণ থেকে লক্ষ্মণ বর্জন তারপর একেবারে লব কুশকে নিয়ে পাতাল প্রবেশ করবে এটা পুতুরও আন্দাজ হয়নি। হরিবোল দিয়ে আসর ভেঙে গেল, যারা বাদর আর রাক্ষস হয়েছিল সীতা উদ্ধারের পর তাদের নাচ ছিল। যেমনি মা বলে সোনা মূৰ্ছিত হয়ে পড়লেন অমনি তারা অসময়ে ভাঙা আসরেই নাচ শুরু করে দিলে । পুতু চৌকি ছেড়ে গিরিনরুমের মধ্যে চলে গেল। বহুরূপী ভৈা চোর ঢাকা দেওয়া খাচায় পাখির বদলে একজোড়া পম্পন্তু নিয়ে নুখে শাম পাখির শিশ দিতে লাগল। সোনার মা যাত্রা দেখে তাড়াতাড়ি বাড়ি এসে প্রথমেই ছেলেদেব ঘরে গেলেন। দেখলেন আঙুটি পাণ্ডটি বিছানার চাদরে পা ছড়িয়ে কাদছে ফোস-ফোস করে আর সোনা বিছানায় মুখ গুজে ফুপিয়ে উঠছে এক-একবার। এমন সময় সোনাতোন এসে বললে, ‘দিদিমণি কাদ কেন ? কাল তোমাকে ভালো যাত্রা আমি দেখিয়ে আনব।” আঙুটি পাণ্ডটি বলে উঠল, সোনাতোন আমরা যাত্র দেখেছি। সোনাতোন অমনি বললে, তবে আর কী ? পাঠশালায় খাবার সময় হয়ে এল, এখন উঠে এসে দুধ খাও।” সোনা তখনো কাদছে দেখে সোনার মা বললেন, “ওদের ঘুমোতে দে, আজ পাঠশালায় যাবে না, সারারাত যাত্রার কথা ভেবে বোধহয় ঘুমোয়নি। সোনার মা ছেলে-মেয়েদের চাপড়ে ঘুম পাড়াতে লাগলেন । ধন ধন ধন, এতদিন ছিলে ধন কোন হিজুলীর বনে ছখিনীর ছখ দেখে এলে ভেসে বানে। »ዓ6: