পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোটকতক ছাতারে-পাখি বঁাশঝাড়ের তলায় শুকনে পাতঃ উল্টে-উল্টে ফড়িং খেয়ে বেড়াচ্ছিল, বুড়ো আংলাকে ডিগবাজি-খেয়ে পড়ে যেতে দেখে বলে উঠল –‘ছি-ছি ! ও হিরিদয় হল কী ? ছি-ছি। অমনি কুবো-পাখি বাঁশের ডগা থেকে বলে উঠল –‘হয়ে, বেশ হয়েছে, হয়ে । আর অমনি চারদিক থেকে হাস, হাসের ছান, মুরগি, মুরগির ছান, কাদাখোচী, পানকৌড়ি এমনি সব ঘরের আশপাশের পোষা-পাখি, "বুনো-পাখি, মজা দেখতে ছুটে এসে রিদয়কে ঘিরে চেঁচাতে লাগল, হাসতে থাকল –‘ছি-ছি, ছা-ছা, দেখ-দেখ ! ঠিক হয়েছে। বেশ হয়েছে! বুড়ো-বুড়ো-বুড়ো-বুড়োআংল! ও হিরিদয় হল কী ? কুকড়ো ঘাড় ফুলিয়ে বললে –‘কী হল। চড়াই ল্যাজ নেড়ে বললে –“এ কী, যকৃ নাকি ? রিদয় যখন মানুষ ছিল, তখন পাখিদের কিংবা জানোয়ারদের কথা একটুও বুঝত না, কিন্তু যক হয়ে পরিষ্কার বুঝতে পারছে। কুকড়ে বলছে —‘কেমন, আর আমার ঝুটি ধরে টানবে ? মুরগি অমনি বললে –‘যেমন টুমি, তেমনি শাস্তি হয়েছে। চুরি কর আমার ছান ! এইবারে এক ঠোকরে মাথা ফুটাে করে দেব।’ বলে মুরগিটা রিদয়কে ঠোঁট বাড়িয়ে তেড়ে গেল। পাতি-হাস অমনি বলে উঠল —“থাক, থাক, এবার মাপ করো ? কুঁকড়ে মাথা নেড়ে বললে –তোর এমন দশা করলে কে ? রাজহাস অমনি নাক-তুলে শুধোল —‘এ্যাঃ ? রিদয় পাখিদের কথা বুঝতে পারছে জেনে মনে-মনে খুশি হল বটে, কিন্তু মুরগি, হাস — যারা একদিন তাকে দেখলে ভয়ে দৌড় দিত, এখন তারা মুখের সামনে দাড়িয়ে হাসবে, এটা রিদয় সইতে না পেরে, এক ঢ়িল ছুড়ে ধমকে উঠল –‘প্যাক-প্যাক করিসনে বলছি —পালা ? রিদয় যে এখন এতটুকু হয়ে গেছে। পাখিরা তাকে ভয় করবে কেন ? সব পাখি একসঙ্গে খ্যাক-খ্যাক করে তেড়ে উঠল –‘দূর হ, দূর হ। পালা ! ধাড়ি-বাচ্ছাসব পাখি চারদিকে ঘিরে এমনিচেঁচামেচি ఏసీ