পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গম্বুজটি যেন মাহেঞ্জোদাড়োর তিজেল হাড়ি তোরণ মকরটি যেন পোড়া মৎসটি নল রাজার। —বলেন তো পরিকল্পনাটি কার সারা বাড়িখানার। দেখি ভাস্কর্য সম্বন্ধে ভূয়োদর্শন কতদূর এগিয়েছে আপনার ? আমি তখন ভূয়োদর্শন করব কি, চক্ষে অন্ধকার দেখছি। একবার মনে হল বলে ফেলি-ধমান বীটপালং-এর। কিন্তু কী জানি কপাল ঠুকে বললেম—শুম মিস্তিরির-কাম্বোডিয়ার। উপদেব একটুখানি হেসে বললেন, নিজের বুকে আঙুল ঠেকিয়ে —আমার । প্রভূত বলে চললেন–ভিতরটা দেখেন একবার। খটু করে একটা তালা খোলার শব্দ হল –কালচিটে নিবিড়ান্ধকার ভেদ করে ভিতরে ঢুকে দেখি ফিকে ফিকে তিমির সঞ্চার। ডাইনে বায়ে ভূতখানার দুই মহাপ্রভুতে লিষ্টি ধরে দেখিয়ে চললেন, আমিও দেখে চললেম । —শেষু নাগবংশীদের সিন ভারলাগ ওষ্টাইরিণ হতে সংগ্রহ করা। —কালিদাসের ঘোটনকালির এক টুকরা । আমি বললেম— বর্ণচ্ছটায় কোককে হারায়, কোথায় পেলেন এটি ? —নিউকাসল পাচ নম্বর জেটি কয়লার দরে পাওয়া গেছে এ রত্নটি । —দেখেন সগরাশ্বমেধের ঘোড়ার আক্কেল দাত সিলোনে পাওয়া মাটির তলায় পাচ হাত । আমি বললেম—এই কী যেন গুলোপোড়া শিতলপাটি ? —আজ্ঞে না, নটি বেহুলার মেখুলাসাটি । —ওটা কী শাখ ভাঙা নাকি ? —লখিন্দরের মালাই চাকি । —কী একটা গজালের মতন ? ○ケ。