পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তারপর থেকে বেড়াল দেখছি কী, সেদিনের গালাগাল মনে পড়ে যায় আর রাগ সামলাতে পারি না—ব্যাট বেড়াল অপঘাতে মরেছিল তাই উদ্ধার হয়নি এখন ঘুরছে। আমি বললেম—‘কখন সে বেড়াল আর দেখা দিয়েছিল ? —‘দিয়েছিল, সেদিন সন্ধেবেলা এতকাল পরে ঠিক ষষ্ঠি পুজোর সময় নিজের চৌকিতে বসে আছি --বিশ্বেশ্বর তামাক দিয়ে গেল, টানছি তো টানছি, টিকে আর ধরতে চায় না, বৈঠকে ছকো রেখে ভাবছি সেই, কত বছর আগেকার তোমাদের বাড়ির ষষ্ঠি পুজোর ধুমধাম, এমন সময় পিছন দিকে ডাক ! লাঠি ঠুকব –দেখি লাঠি সরে গেছে । —‘বেদৃড়া কোথাকার’ বলে উঠতে যাই পারিনে। ‘বিশ্বেশ্বর বিশ্বেশ্বর’হাক দিতে কে যেন চেপট-মাথা চট জলদী পালিয়ে গেল।’ — ৩ারপর ? —‘এঃ বাদোশাবাবু মুখ খুলেছে —আর গল্প চলবে না।’ —“তুমি যে বললে চট জলদি খাবার জিনিস ? —‘নিশ্চয় আমি কি মিছে কথা বলেছি ? 836: श्र. ७ग्न-२१