পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোকার ঘটকালি রাম কুণ্ডুর আদরের মেয়ে বঁটা— এক ছড়া মটরের মালা পুঁজি । সে চায় তার পেতল গোপালের দিতে বিয়ে । সোকাকে লাগিয়েছে ঘটকালীর লোভ দিয়ে । পাকড়াশীদের কমলা — কী যে সুন্দরী তার মোমের পুতলা, যায় না বলা —দেখেছে অমল বিমলা । বঁচীর ইচ্চে তাকেই বউ করতে । সোক বললে -হবার নয় সে— একে তো মেয়ে পাস করা, তাতে জরজেট শাড়ি পরা সত্যিকার রূপার বুরুচ দেখেছি তাকে পরতে। বঁচী বলে, আমার ছেলেই মন্দ কি ? পুলিশে চাকরি করে, বাইশিকলি চড়ে খেতাব পেয়েছে সি-আই-ই সোকা দাদা, এ কাজ তোমায় হবেই করতে । সোকা বলে পাকড়াশীরা জেতে যে বামুন। শুনে হয় বঁচীর মুখখানি চুন চোখ থাকে ছল ছলাতে —সোক দাদা, তবে হবে না কি ? —আজিকালের মেয়ে, হতেও পারে— বুঝে মুঝে করা চাই, বিলম্বে কার্যসিদ্ধি হয় যাতে । এমনি করে বোকা, বঁটাকে দিয়ে ধোকা কিছুদিন ধরে বাগাচ্ছে খইয়ের মোয়া, নারকেল নাডু, বাসি লুচি । ইতিমধ্যে ভবিতব্যে মেয়ে-ইস্কুলে ভর্তি হ’ল বঁচী । 6 o' 8