পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ভাণ্ডারীর দিকে চেয়ে বললেন – "বিলম্বে নাহি প্রয়োজন । দানের দক্ষিণ সপ্তকোটি সোনা কর সমর্পণ ? বশিষ্ঠ একটু ঠোট বেঁকিয়ুে হাসলেন দেখে, বিশ্বামিত্র বাঘের মতে ই-করে বললেন – তোমার কি অধিকার রাজার ভাণ্ডারে ? সমস্ত পুথিবী দান করিলে আমারে । ভাণ্ডারী কাহার ধন দিবেক তোমারে ? রাজা কপালে করাঘাত করে মাটিতে বসে পড়লেন। মুনিরাজা বললেন –বস্ছ কোথায়? ও আমার জমি ? রাজা তাড়াতাডি উঠে দাড়িয়ে ভাবেন কোন দিকে যান । গর্গ এগিয়ে বললেন –‘মাটি না হলে রাজা বসেন কোথায় ? —এ তোমার সাজা অন্তায় ? —‘হবে না’ বলে বিশ্বামিত্র ঘাড় নাড়তে বশিষ্ঠ বললেন —‘এত দূর ! আমি ব্যবস্থা করছি— পৃথিবীর বহিভাগে শিবের বারাণসী যাও মহারাজ আনন্দে থাকগণ বসি ।” রাজা করতে চললেন কাশীবাস —সঙ্গে শৈব্য রানী, পুত্র রুহীদাস ৷ সাত দিনের মধ্যে সাত কোটি সোনার কড়ার নিয়ে বিশ্বামিত্র হরিশ্চন্দ্রকে ছেড়ে দিলেন । সাতদিনের দিন দূরে বিশ্বনাথের ধ্বজ দেখা দিয়েছে। হাট বাজার খুলেছে। কাশীর পথে হেঁটে চলেছেন রাজা রানী রাজপুত্র ; මුංම්