পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মণিকর্ণিকায় যাও পোড়াবার তরে আমি এখন চলিলাম —দাহান্তে এসো ঘরে ? কোথায় মণিকর্ণিকা, কোথায় শ্মশান –কিছুই জানেন না শৈব্যা। গর্গ বললেন –‘চল বাছ, আমরা তোমাকে শ্মশানঘাট দেখিয়ে দিই।’ শৈব্যা কাতর হয়ে বলে –ঠাকুর, দেখ একবার যদি বেঁচে থাকে। —“সপের দংশনে ছাড়িল যে প্রাণ, শিবেরও সাধ্য নাই তাহাকে বাচান ॥’ এই বলে গর্গ আগালেন শিষ্যদের নিয়ে, সঙ্গে চললেন শৈব্যা বুকের আচলে ছেলের ঝাপিয়ে । মড়া লৈয়া যেতে মণিকণিকার পাশ হস্তেতে মুগগর করি রোখে হরিদাস । হরিদাস বলে আমি মড়া দাহ করি মড়া প্রতি লই পঞ্চাশ কাহন কড়ি । শৈব্যা বলে আমি যে কড়ার ভিখারী দয়া করি কোষ্ঠ দাও চিত্তানল জ্বালি বিরক্ত করিল মোরে ব্রাহ্মণের দাসী এক কাহন চাহিতে তারে আমি ভয় বাসি । হরিশ্চন্দ্র বললেন – অন্য ঘাটেতে নিয়া পোড়াই কুমার • বিধাতা করিল মোরে হাড়ির আচার। তখন— শৈব্য বলে দয়া কর ঘাটের পাটনী দিব আমি চিরিয়া অর্ধ বস্ত্রখানি । \రి)పె