পাতা:অবলা প্রবলা.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবল প্রবলা । సెని ৰূপ সাজে। রাজার আজ্ঞায়, কোটাল কাহায়, মারিছে ধরিছে রোযে । পেয়ে অনুমতি, কোন জন প্রতি, ধনে আলাপনে তোষে । বান্ধিয়া কাহায়, মোড়ায় মোড়ায়, কোড়ায় প্রহার করে । লইয়া কাহায়, বেড়ী দিয়া পায়, কারাগারে আনে ধরে। প্রহরী প্রহারে, কেহ হাহাকারে, কস্থে মরি প্রাণ যায় । কেহ বলে হায়, ঘটিল কি দায়, ধিক দিয়া বিধাতায় । কেহ পায় তাপ, বলে বাপ বাপ, দুপদীপ মারে কীল । কেহ বলে ভাই, মল্লি যাই যাই, বুকে পিঠে লাগে থিল ৷ যেন যমধাম, ছেন ধুমধাম, মাছি নাহি নড়ে ডরে । প্রজাগণ যত, হয়ে ' সমাগত, কর দেয় করে করে । আসে অবিরত সদাগর কত, দেশ বিদেশীয় জন ৷ দিয়। নজরাত, করি যোড় হাত, রাঞ্জে করে দরশন । যাব দধিপতি, মহুে অনুমতি, সরিতে শকতি কার । নকিব ফুকারে জানায় রাজারে, তবে আসে দরবার । পাইয়। থেলাত, করি প্রণিপাত, কোনজন ফিরি যায়। হাসে ভাষে কায়, হেরি পাহারায়, চুপচাপ করে তায় ৷ পাচ হাতিয়ারীরহে সারি সারি, দিগে দ্বিগেতে সেপাই। প্রকাণ্ড শরীর, নয়নে রুধির কত বীর কত ঠাই। যদি পায় ছল, ছুটে দল বল,