পাতা:অবলা প্রবলা.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ অবল প্রবল । হারে। শুনিয়া সবার বাক্য সুলোচনা কয়। সুলো চনা নাম মোর শুন মহাশয়। সুলোচনে এক বার চাকি যার পানে। প্রেমিক যদ্যপি হয় পড়ে সেই বাণে ! কটাক্ষ তাহার আথ্যা কটাক্ষে প্রলয় । ত্রিভুবন যাহার সন্ধানে মত্ত হয় ৷ অনন্তর সখীসবে কক্ষে হাসি হাসি। এই পঞ্চজন রাজনন্দিনীর দাসী। নিকেতন সবার এ নগর ভিতর । নানাবিধ কর্ম্মেতে নিপুণ নিরন্তর। ভিন্ন ভিন্ন জাতি মোরা হই পর পর । ক্রমেই কহি তাহ শুন যুববর। এই চন্দ্রমাল ইনি মালাকর বধ। অপকালে হারাইল নিজ প্রাণবধু। ভরা পূর। যৌবন কে করে মধু পান । মধুকর উড়ে গেল বুকে হেনে বাণ। সৰ্বদা অস্থে যায় তেই সে ইহার। নতুবা এহেন জন খুজে মেল। ভার। না আসে এমন কর্ম্ম না হেরি নয়নে । বিশে. ষত যোগ্য কণ্ঠ মালার গ্রন্থনে । চিত্রলেখা সখী গন্ধবণিকের বালা । পতির বিষয়ে এর প দ্বমত জ্বালা। যুবতী জনম কালা একে পরাধীন। পরের বদন হেরি কাটে চিরদিন। তবু থাকে মনঃ সুথে ভেবে পূর্বাপর। ফাপর হেরয় যেই বিহীন সে পর। চিত্ত দুঃখে চিত্রলেখা পুড়ে মরে তাই । চতর क्लेशद्र नभ शल्लाउद्दल नाई t! caभजऊा मर्थौ 4न