পাতা:অবলা প্রবলা.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবল প্রবল । (ని উহারে। দয়াকরে যদি বিধি মিলায় আমারে । কেহ কহে সত্য বটে কহিলে লো ধৰি । ঘরে কিসে যাব হেরে অই গুণমণি । ভাবিলে স্বামির ভার চক্ষে বহে জল । বাঞ্ছা করি তেজি প্রাণ ভথিয়। গরল ৷ নতুবা হিয়ার মান্ধে রাথি ও নাগরে। গুরুজন গঞ্জন হেলায় হেলা করে। যদি ও যুবক রায় হয় চাপ ফুল । যতনে থোপার মধ্যে পরি বেন্ধে চুল । হলুদ হইলে মেথে রাথি কলেবরে । লজ্জা ভয় জল মান বিসজ্জন করে । কোন রাম কহে কণ্ঠহারেতে মিশাই । যদি ওই ৰূপবর মূববরে পাই। এইমত কত শত কহে কত নারী। অনিমিথে দাণ্ডাইয়। হেরে সারি২ : সুরঙ্গ তুরঙ্গোপরে চলে যুবরায় । লোক জন অগণন আগে পাছে ধায় । সঙ্গে গুণধাম নৃপ জনক যাহার । কি আর কহিব শোভা বিবরিয়া তার ৷ গৌরীকান্ত নৃপ তির পাত্র মিত্র তবে । সমুথেতে দরশন দিল আসি সবে ৷ প্রণমিয়া মহীপালে আগেই যায় । কাঞ্চন নগরবাসী হরষিত কায় । ক্রমে২ রাজবাটী কাছে উতরয়। হেরিল পূর্ব পুরী অট্টালিকা ময় ॥ নানামত সুশোভন শোভে নানা মাজে। বালাথান৷ উপরেতে নহবত বাজে৷ দ্বারেই দ্বারপাল কাতারে