পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'))y অভিজ্ঞান শকুন্তলা নাটক । রক্ষিদ্বয়। চল রে, স্থিভেদক, চল । (সকলে রাজবাটী মুখে চলিল। ) নগরপাল। তোমরা এই স্থানে অবস্থিতি করিয়া আমার জন্য অপেক্ষ কর ; আমি রাজকুলে প্রবেশ করি । রক্ষিদ্বয় । আপনি স্বামির প্রসাদের নিমিত্তে যাউন । নগরপাল। ভাল। ( ইহা কহিয়া রাজকুলে প্রবেশ করিল । ) দ্বিতীয়। ওহে ভাই ! আমাদের মান্য কি জন্য এত বিলম্ব করিতেছেন। প্রথম। সকল সময়ে রাজসাক্ষাৎ হয় না, তাহার উপ যোগীকাল প্রতীক্ষা করিতে হয়। দ্বিতীয়। এই গৃস্থিভেদককে বিনাশ করিতে আমার হস্ত স্ফীত হইতেছে। ধীবর । অকারণে আমাকে মারিবেন না । প্রথম । ( বিলোকন করিয়া ) ঐ যে আমাদিগের মান্য, রাজশাসন পত্রপৃষ্ঠে গ্রহণ করিয়া আগমন করিতেছেন, সম্প্রতি এই ধৃতব্যক্তি স্বজনদিগের মুখ দর্শন করিতে থাকিবে, কি গৃধু শৃগালের ভোগ্য হইবে, তাহ কিছু বলিতে পারা যায় না। অনন্তর নগরপাল আগমন করিল। নগরপাল । শীঘ্র শীঘ্র—(এই অদ্ধ কহিতেই ) ধীবর। হা হতোহস্মি । ( বলিয়া বিষাদ করিতে লাগিল । )