পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>○○ অভিজ্ঞান শকুন্তলা নাটক । ইনিই কি সেই আর্য্যপুত্র ? না, তবে কে গাত্রসংসর্গে আমার পুত্রকে দূষিত করিতেছে। বালক । ( মাতার নিকটে গিয়া ) মা মা ও কে ? আমাকে পুত্র বলিয়া লক্ষেহে সম্ভাষণ করিতেছে ? রাজা। প্রিয়ে! তোমার প্রতি আমি যেৰূপ নিষ্ঠুরত আচরণ করিয়াছিলাম তাহ বলিবার নয়, এইক্ষণে ভাগ্যবশতঃ আমাদের মিলন হইল, ভূমি প্রত্যাখ্যান দুঃখ পরিত্যাগ করিয়া আমার অপরাধ মার্জন কর । শকু (স্বগত) হৃদয় আশ্বাসযুক্ত হও, আশ্বাসযুক্ত হও, দৈব হিংসা পরিত্যাগ করিয়া পুনর্ব্বার আমার প্রতি সদয় হইয়াছেন, ইনিই আর্যপুত্র ইহাতে কোন नएन्झङ् नॉट्टे । রাজা । গ্রহণান্তে শশি সঙ্গে, রোহিণীর যথা রঙ্গে, মহা সুখে হয় সঙ্ঘটন। সেৰুপ অজ্ঞান তম, হৃদয় ত্যজিলে মম, তব সহ হইল মিলন ॥ শকু। (সহৰ্ষে) আর্য্যপুত্র! জয়ী হউ–( এই অৰ্দ্ধ বলিতে বলিতে বাষ্পবারিতে একেবারে রুদ্ধকণ্ঠ হইয়া বিরত হইলেন । ) রাজা । যদি ওলো ধনি, সুধাংশু বদনি, দিতে জয় স্বনি, করিয়ে মনে ।