পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তল নাটক । >ዓ> অদিতি । পৃথিবীর অদ্বিতীয় সম্রাট হও । ( শকুন্তলা পুত্রকে লইয়া উভয়ের চরণে প্রণিপাত করিলেন । ) কশ্যপ | বৎসে ! হউন তোমার স্বামী ইন্দ্রের সমান । জয়ন্তের তুল্য তব হউক সন্তান । কি করিব আশীর্ব্বাদ তোমাকে বিস্তর । ইন্দ্রাণীর তুল্য তুমি হও অতঃপর ॥ অদিতি । যাদু ! ভর্ত্তার বহুমতী হও । এই দীর্ঘায়ু সন্তান মাতৃপিতৃকুল উজ্জ্বল করুক। কেন দাড়ায়ে রহিলে, এইখানে উপবেশন কর । ( তাহারা উপবেশন করিলেন । ) কশ্যপ । ( প্রত্যেককে নির্দেশ করিয়া ) এই সান্ধী শকুন্তল। এই মুকুমার। উপস্থিত এইস্থানে আপনিও আর ॥ কালে তোমাদের এই তিনের মিলন । শ্রদ্ধা, বিত্ত, বিধি যথা একত্র ঘটন। রাজা । ভগবন! প্রথমে অভীষ্টসিদ্ধি, পশ্চাতে আপনাদি গের সহিত দর্শন, ইহা অপূর্ব্ব অনুগ্রহ দেখিতেছি । পুম্পোদগম অগ্রে হয় পরে ফলোদয় । প্রথমে মেঘের সৃষ্টি পরে বৃষ্টি হয়। কাষ্যকারণের ভাব এৰূপ নিশ্চয় । তব প্রসন্নতা পূর্ব্বে মম ফলোদয় ॥