পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক। ৩৭ বিদূ রে উৎসাহকারি দূর হ। ( সেনাপতি নিষ্কান্ত ) রাজা । ( সঙ্গিদিগকে অবলোকন করিয়া ) তোমরা সকলে মৃগয়াবেশ ত্যাগ করহ। রৈবতক ! তুমিও ঐ ভাব পরিত্যাগ কর । - রৈব। মহারাজ ! যা আজ্ঞা করিলেন। (ইতি নিষ্কান্ত।) বিদু। মহারাজ ! সম্প্রতি আপনি এস্থান নির্ম্মক্ষক প্রায় করিয়াচ্চেন, অতএব ঐ বিতানৰূপ পাদপচ্ছায়াবৃত শিলাতলে কিঞ্চিৎকাল উপবেশন করুন, তাবৎ আমিও স্বাস্থ্য লাভ করি । রাজা। ভাল, তুমি অগ্রসর হও । বিদু। আমুন আসুন। (উভয়ে যাইয়া তথায় উপবেশন করিলেন । ) রাজা । সখে মাধব্য ! তুমি চক্ষুর ফল প্রাপ্ত হও নাই, কারণ যাহা দেখিবার তাহা দেখ নাই। বিদু। কেন আপনি আমার অগ্রেতেই বিরাজিত রহি য়াছেন । রাজা । সকলে আমাকে উৎকৃষ্ট দেখে, কিন্তু আমি, আশ্রমারাধ্য শকুন্তলাকে অধিকার করিয়া বলিতেছি। বিদু। (স্বগত) আমি আর বিনয় বাহুল্য করিব না । (প্রকাশ করিয়া ) বয়ন্ত ! তপস্বিকন্যা অভিলাষ করিবার নয়, তবে আপনি কি নিমিত্ত তাহাকে দেখিলেন। রাজা । ধিক্ মুখ ! ھیے