পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞানশকুন্তলা নাটক । * ९१ আরও ৷ 2. ' আমি সেই জন, হয়ে লুব্ধ মন, দগুবত আছি ও ৰূপবতি । কারে কি রতন, করে আম্বেষণ, রত্ন অস্বেষিতে সবারি মতি । সখীদ্বয় । ওলো ! অ্যাক্সগুণাবমানিনি । সন্তাপনির্ব্বাণকারী ষে শারদীয় জ্যোৎস্ন। তাহা আতপত্র দ্বারা কে নিবারণ করিয়া থাকে ? - শকু ( ঈষৎ হাস্য করিয়া) তবে আমি রচনা করিতে নিযুক্ত হইলাম। (এই বলিয়া চিন্তা করিতে লাগিলেন । ) - রাজা । আমি এই স্থানহইতে অনিমেষ চক্ষে প্রিয়াকে অবলোকন করি । - জলত উন্নত তাহে উৰ্দ্ধমুখ করি। মনে মনে কিবা শুরুল্লাছে স্বন্দরী। পুলক আনন তার হতেছে প্রকাশ । মম প্রতি অনুরাগ আছয়ে নির্যাস ॥. শকু। সখি ! আমি গীতিক চিন্তা করিয়াছি, কিন্তু কোন লেখ্য সাধন নিকটে নাই, কিসে লিখিব । প্রিয়। শুকপক্ষির উদর সদৃশ ষে এই স্নিগ্ধ নলিনীপত্র, তাহাতে পত্রচ্ছেদ ভক্তিতে নখের দ্বারা লিখ। শকু। তবে শ্রবণ কর, ইহা সঙ্গত হইল কি না। উত্তে । অবধান করিতেছি, বল । । + by•