পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ-সংস্কার সমস্যা এস, সব ভুলে’ আজি আখি তুলে’ শুধু দুহু দোহা মুখ চাই । 米 崇 崇 বল একবার, “আমিও তোমার, . তোমা ছাড় কারে নাহি চাই !” ওঠ কেন, ওকি, কোথা যাও সখি ? কনে | (সরোদনে) “আইমার কাছে শুতে যাই ”, ("অন্দরের বাগানে ) বর | কি করিছ বনে শু্যামল শয়নে আলো করে বসে তরুমূল ? o কোমল কপোলে - যেন নানা ছলে উড়ে এসে পড়ে এলোচুল'। পদতল দিয়া " . কাদিয়া কাদিয়৷ বহে যায় নদী কুলকুল । 来源 瘫 来 কানন নিরাল আঁখি হাসি-ঢালা, মন স্থখস্তৃতি-সমাকুল ! কি করিছ বনে কুঞ্জ ভবনে ? কনে | খেতেছি বসিয়া টোপাকুল ! {{t ( মানসী ) আপনাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাধিধারী অনেকেই হয়ত বিবাহের সময় যেখানে সব • চেয়ে বেশী টাকা পাওয়া যাইবে, সেই থানেই আপনাকে বিক্রয় করিতে কুণ্ঠ বোধ করিবেন না। আপনাদের মধ্যেই আবার কেহ কেহ বা জ্ঞানতঃ বা অজ্ঞানতঃ স্নেহলতার ন্যায় অনেক কন্যার আত্ম বিসর্জনের জন্য দায়ী আছেন বা দায়ী