পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩• • আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বস্তৃতাবলী নিকট নিজের বাস্তুভিটা বন্ধক দেওয়ার মত হইল। আমি এ বিশ্বপ্রেম চাই না । আমি বাঙ্গালী, আমার অন্ন সকলে কাড়িয়া খাইতেছে। ভাটিয়া, দিল্লীওয়ালা, মাড়োয়ারী, পাঞ্জাবী, উড়িয়া, সকলে বাঙ্গালীর মুখের গ্রাস কাড়িয়া থাইতেছে । কেবল বাঙ্গালী ‘হ অন্ন’ ‘হা অন্ন করিয়া মাথায় হাত দিয়া কাদিতেছে । যদি ৩০ কোটী টাকা বৎসরে বৎসরে বাংলাদেশ হইতে বাহির করিয়া না দিয়া ঘরে ঘরে চরকা, ঘরে ঘরে তুলার চাষ করি, তবে আমাদের অবস্থা অনেক উন্নত হইবে। তমলুকে দেখিলাম কত সুন্দর স্বন্দর চরকার স্বতার কাপড় হইয়াছে। আমি বিশ্বাস করিতে পারি নাই যে সেগুলি চরকার স্থতার কাপড় । ক্রমশঃ তাতির হাত আরও পাকিবে । ঢাকাই কাপড় কত ভাল ছিল । যে দেশে এমন সূক্ষ্ম কাপড় হইত, ষে দেশের মসলিন রোম হইতে সারা ইউরোপ হইতে টাকা লুটিয়া আনিত আজ সে দেশের লোক দিগম্বর সাজিয়াছে। আমরা এমনই অপদার্থ । কবির কথায়,— *ঙাতি কর্ম্মকার করে হাহাকার, সাজ দিগম্বরের বেশ ।” দুই বৎসর পূর্ব্বে বোম্বাইতে মহাত্মার সঙ্গে যখন আমার দেখা হয় তখন তাহার কাছে আমি বলিয়া আসি যে আমি খদ্দর প্রচার করিব । সেই মহাত্মাজী আজ কারাগারে । আমাদের সেজন্য প্রত্যেককেই শোকচিহ্ন ধারণ করিতে হইবে। ইংরাজীতে যাহাকে * “The whole nation is in mourning.”, খন্দরই সে শোকচিহ্নের পরিচায়ক হওয়া আবশুক। আমাদের এক ফসলের দেশ । ৮৯ মাস লোকে হাত পা গুটাইয়া বসিয়া থাকে। ফসল না হইলে অনাহারে মৃত্যু বা ঋণে জর্জরিত কিন্তু তবুও তাহারা খাটিবে না। কিন্তু কলিকাতার ভাটিয়া, মাড়োয়ার, যাহাদিগকে লক্ষপতি রলিলে অপমান করা হয়, তাহাদের একটুও সময় নাই। এই তমলুক