পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘর সামলাও ○8○ . ہمراہیمیہ بدمعہ، برہہ بیہعلیہم বিদ্যাশিক্ষা ও নরহিতের জন্ত নৃানাধিক ১৫০ কোটা টাকা দান করেছেন? মানসিন আট মিলিয়ন পাউণ্ড অর্থাৎ ১২ কোটী টাকা আর্ট ও কালচারের জন্য ব্যয় করেছেন । জনহিত কর কাজে যাতে কুসংস্কার বিদূরিত হবে এমন কল্যাণকর কাজে দেশহিতের জন্য অজস্র অর্থ, ব্যয় করেন আমেরিকার ধনী সম্প্রদায় । $ আর আমাদের দেশে আমরা আমাদের পূর্ব পুরুষের পাপের প্রায়শ্চিত্ত করিতেছি—আমুর মধ্যবিত্তেরা ত লক্ষ্মীছুড়ি । যাদের ঘরে লক্ষ্মী আশ্রয় নিয়েছেন সেই মাড়োয়ারী—মাড়োয়ারীদের কথা বলতে আমি বাধ্য, না বললে অকৃতজ্ঞ হতে হবে। থাইতে পায়ন, পরের দুঃখ কষ্ট শুনিলে দয়ায় তাদের হৃদয় বিগলিত হয় । পিঞ্জরাপোলই করুক আর মন্দিরই তুলুক তাদের হৃদয় আছে। সাহাঁ, তেলী, স্ববর্ণবণিক প্রভৃতির সহানুভূতি লাভে.আমরা বঞ্চিত। ঐ সব ব্যবসায়ীদের মধ্যে যদি সমান ভাবে লেখাপড়ার বিস্তার হুইত তবে দেশের কাজে ওদেরও সাড়া পাওয়া যাইত। . বিগত শতাব্দীর সত্তরের কোটা পর্য্যস্ত আমাদের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়গণের ছায় জাপানের সামুরাই জাতি সমস্ত স্থবিধা একচেটিয়া করে রেখেছিল। সামুরাইরা জাপান জাতির মস্তক স্বরূপ, আমাদের দেশে যেমন ব্রাহ্মণ। ১৮৫৩ সালে যেদিন কমোডোর পেরী জাপানের তীরে এসে কামানু পেতে অবাধ বাণিজ্যের দাবী করে বসল, সেদিন জাপানের চোখ, ফুটল-জাপানীরা অবন্ত, তীর ধন্থক নিয়ে বাধা দিতে দণ্ডায়মান হয়েছিল। কিন্তু ১৮৭০ খৃষ্টাব্দে জাপানের Feudal Systemএর অবসান হ’ল-অভিজাত সম্প্রদায় স্বেচ্ছায় সমস্ত প্রভুত্ব, সম্রাটের পদতলে বিসর্জন দিলেন। সামুরাই Nobility—আমাদের যেমন ব্রাহ্মণ কায়েস্থ বৈস্তু-সমস্ত অলঙ্ঘনীয় ব্যবধান তুলে দিল । সমস্ত'