পাতা:আনন্দ রহো.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & ) ১সৈম্য --অর্ণরে চলোন-চলোনা (মস্তকে চপেটাঘৎ) (সৈনিকগণের প্রস্থান) ২নয়—তোমার সেনাদের তর বেতর ভtণ । ১নায়-ও বেশ লোক, ওর মজা দেখবে তো চল। পদ্মকুণ্ডে ੱਚੇ মাচ্ছে, কেউ পদ্ম তুলছে ও দেখবে যে চুপ করে পোশাকটী আগলে বসে আছে, আর এক একটী স্বাস ছিড়ে মুখে দিচে । ( বেতালের প্রবেশ ) বেতা—ইস্ছিস কেন রে শাল ? (২নয়—মারিতে উদ্যত ) ১নয়—আরে মেরোনা—মেরোন— বেতা—সেই চোক জ্বলছে, কি বলতে ঐ যে-নীল ঘোড়–ন কি বলছিলি, এখন আর বাক্কি সরেনা, আঁ্য ? ১নায়—সে গান শুনে তোর কি হবে ? ২নায়—তুমিও যেমন পাগলের সঙ্গে বক্ছে, চল যাই, স্নান হয়নি আহার হয়নি। বেতা—সেই শালারও চোক জ্বলেছেল—একটা চোক ছিল, সে শালার ও একটা কি ঘোড়া, কিন্তু তার পোশাকটা কাবুলের ধরনঃ তুই পোশাকটা কি রকম বল্লি ? ১নায়-ওহে শুনছো ! কর্ত্তাটা নিজে কাবুলে সেজে এ ধার দে ছয়ে গেছেন । তার সঙ্গে তোরদেখা হয়েছিল কোথায় ? বেতী—অচিছ৷ তোরা ও গানটা গাস কেন ? ২নয়—ও গানটা গাইলে আমরা খুব লড়তে পারি । বেত-কৈ কেমন লড়িস দেখি ; “আনন্দ রহে ! অনিন্দ রছো" " (গণ্ডে চপেটাঘাৎ ) (২নায় কাটিতে উদ্যত ) ৷ ( ১নয়—বাধা দেওল) ।