পাতা:আনবারশোহেলি.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩২ মানবারশোহেলি । মাত্র এক উপস্থিত আহার দেখিতেছি, ব্যাঘ্র কোপান্তিত হইয়। কহিল ইহকালের বন্ধ, বর্গের প্রতি বিশেষ ধিক্কার কারণ চতুরতা ও খালত। ব্যতিত কোন ব্যবহার প্রকাশ করেন না, আর শীলভ ও ভদ্রত্ব এক কালীন পরিত্যাগ করিয়া থাকেন । আহিকে মোহিত জনে অভাব বিশ্বাস । কুজন হইতে নাছি উপায়ের আtশ । কুকুর উত্তম হয় বিড়াল হইতে । সদত যে লোভ করে ভোজন পাত্রেতে । r প্রতিজ্ঞ ভঞ্জন কর। কোন শাস্ত্রে বিধেয় আছে, এবং আশ্রিত ও দত্তা ভয়ের প্রতি হিংসা করাই বা কোন মতে যুক্তি সিদ্ধ । যে বৃক্ষ রোপিত হয় স্বছন্ত হইতে । - ল কর কদাপি চেষ্ট। তাহাকে ছেদিতে । কাক কহিল, আমি ইহা জ্ঞাত আছি, কিন্তু বিজ্ঞ ব্যক্তিরা কহিয়াছেন, যে এক গৃহ-পতির উপকার জন্য এক ব্যক্তিকে, আর পরিবারের হিতার্থে গৃহ-পতিকে, ও কোন পল্লীর আনুকুল্যে এক পরিবারকে, আর রাজার আপদোদ্ধার জন্য এক পল্লীকে উৎসগ কর। যাইতে পারে, যে হেতু রাজার মঙ্গলে সমূহ দেশের মঙ্গল দ্বিতীয়তঃ প্রতিজ্ঞা ভঞ্জন ও অবিশ্বস্ততার অপবাদ হইতে নিস্কৃত হওঁয়া যায়, এবং অনাহারের কষ্ট হইতেও অব্যাহতি পায় । ব্যাঘ্র এই কথা শ্রবণে