পাতা:আনবারশোহেলি.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । ዓ› তদfছার দ্বারা সম্যক ক্লেশ বিস্মৃত ছইত ও তাছাতেই সপ্তাহ পর্যন্ত দিনপাত করিয়া কহিত । বহু দুঃখ পরে আমি পেয়েছি যে খাদ্য । স্বপ্নে কি জাগ্রতে দেখি নাহি তার আদ্য । ঐ বৃদ্ধ স্ত্রীর কুটির তাছার পক্ষে দুর্ভিক্ষের ন্যায় ছিল এ কারণ এমত কৃশ হইয়াছিল যে অন্তর হইতে ভাবাভাবের ন্যায় দৃষ্ট হইত । এক দিবস অতি কষ্টে ঐ বুড়িয়ার মটকার উপর চড়িয়া অন্য একট। বিড়াল দেখিলেক যে প্রতি বালির ঘরের দেয়ালের উপর বেড়াইতেছে, কিন্তু সে অতিশয় স্থল ছিল, একারণ ব্যান্ত্রের ন্যায় ধীরে ২ পা ফ্লেলিতেছে । এৰূপ আপন স্বজাতিকে দশন করত আশ্চর্য হইয়। তাছাকে ডাকিতে লাগিল । - আসিতেছ ওহে বন্ধ জিজ্ঞালি তোমারে । কোথা হতে অt সিতেছ বলন। আমারে । .আর আমার বোধ হয় যে খাতার বাট হইতে ভোজন করিয়া আসিতেছ এবং তোমার এ সৌন্দর্য্য কিৰূপে, হইয়াছে তা হ৷ আমাকে কহ, পরে ঐ প্রতিবাসি .মাজঞ্জার কহিলেক যে আমি মহা রাজার পত্রাবিশষ্ট ভোজন করি, আর প্রতিদিন প্রাতঃকালে ঐ রাজার সভায় উপস্থিত হই,এবং যৎকালীন তাহার খাদ্য সামগ্রীর আয়োজন হয় তথস আমি ভরস। করিয়৷ তথ। হইতে মাংস ও রুটা লইয়। পর দিবসা