পাতা:আফগানিস্থান ভ্রমণ.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬৪
আফগানিস্থান ভ্রমণ

গাড়িখানা আমাদের কাছেই দাঁড়াল। সামনের সিটে বসেছিলেন একজন ইহুদী। তাঁর মাথায় লাল ফেজ। ফেজের নীচটা একটি পাগড়ি দিয়ে বাঁধা। দাড়ি গোঁফ মোল্লা-ফেসনে ছাঁটা। পরনে পাজামা। ভদ্রলোক গাড়ী হতে নেমেই ইংলিশে জিজ্ঞাস করলেন—আপনি ইংলিশ বোঝেন?।

 —নিশ্চয়ই।

 —এই লোকটি কে?

 —এটি আমার সাথী, এ দেশের বাসিন্দা।

 —আপনার দেশ কোথায়?

 —কলিকাতা।

 —মাথায় হ্যাট পরেই আসছেন না কি?

 —হাঁ, মহাশয়।

 —পথে আপনার গলা কেউ কাটতে আসে নি?

 —না মহাশয়।

 —আপনি মুসলমান?

 —না

 —কলিকাতা থেকে হেঁটে এসেছেন?

 —না, কতকটা হেঁটে, কতকটা মোটরে, কতকটা সাইকেলে।

 ভদ্রলোক ড্রাইভারকে চা বানাতে বলে আমাকে টেনে নিয়ে একটা টিলার উপর বসলেন। তিনি একজন আমেরিকান্ কণ্ট্রাকটার, আফগানিস্থানে জলের ডেম্প তৈরী করতে যাচ্ছেন। তাঁকে লণ্ডন, পৈরী ইতাদি স্থানের লোক বলেছে যে আফগানিস্থান এখনও অসভ্যদের দ্বারা অধ্যুষিত। সেখানে খৃষ্টানদের প্রবেশ নিষেধ। যেতে হলে মুসলমান পোশাকে যেতে হবে।

 তাঁকে বললাম তিনি আফগানিস্থান সম্বন্ধে যা শুনেছেন তা একদম মিথ্যা। এখানে চোর ডাকাত পর্যন্ত নেই। আমার কথা আমেরিকান কণ্ট্রাকটারের