পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকারস হ্যাণ্ডবুক । & S একবিংশ পরিচ্ছেদ । আপিল করিতে হইলে আদত হুকুম কিম্বা তাহার নকুল সহ দরখাস্ত করিতে হইবে। হুকুম . কিম্বা নকল দাখিল কবিতে অপারক হইল তাহার কারণ দর্শাইতে হইবে। কলেক্টরের বিরুদ্ধে কমিসনারের নিকট আপিল করিতে হইলে ০ ষ্ট্যাম্প ও কমিসনারের বিরুদ্ধে বোর্ডে করিতে হইলে ২ টাকার ষ্ট্যাম্প ர দরখাস্ত দাখিল করিতে হয়। o আফিম বিষয়ে গবর্ণমেণ্টের বিধি। ১ । ১২ই মাচর্ণ ১৮৮৭। ১৮৭৮ খৃষ্টাব্দের স্তাফিম বিষয়ক আইন যাহা ১৮৭৮ স্থ ২১ সে ও ২৮ সে আগষ্ট ও ৪ সেপটেম্বর গেজেটে প্রকাশিত হইয়াছিল তাহার ৫ । ৬ । ১৩ ধারা লিখিত বিষয় সম্বন্ধে সুমন্ত্রি সভা গবর্ণর জেনেরাল বাহাদূবের অনুমোদনানুসারে লেফটেনাণ্ট গবর্ণর বাহাদুর নিয় নিয়ম করিলেন । ২ । যে সকল শব্দ এই বিধিতে ব্যবহার্ষ্য হইয়াছে তাহার অর্থ। & ১ম। “ভারতবর্ধ” অর্থে ইংযুজ অধীকৃত উত্তর দক্ষীন পূর্ব্ব পশ্চিম প্রান্তস্থিত শেষ সীমার মধ্যবর্ত্তী প্রদেশ ।