পাতা:আমার জীবন.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ चोभाङ्ग झैक्म এই যে নারীর সঙ্গে প্রেম-তরঙ্গে ভেলেছ জিৰানিশি । তখন কার রমণী কোথা ঝুৰে মিছা ধন্ধৰাজি ॥ অহঙ্কারে মত্ত হয়ে তত্ত্ব নাহি জান । এ দেহ অনিত্য, চিত্তে সত্য করি মান ॥ দেহের যতন করিছ কত পুড়ে ভস্ম হবে। ইহা দেখে শুনে যে না বুঝে ধিক্ থাকুক সে জীবে। এই জীবের কথা বলে বৃথা কাব্য করে মরি। অন্তরালে ধন্ধবাজি ঐ নিবেদন করি ॥ এই যে হাতী ঘোড়া শালের জোড়া সকলি পড়ে রবে । তুলিয়া বাশের খাটে শ্মশান-ঘাটে নিয়া বিদায় দিবে। কতকগুলি তৃণ কাষ্ঠ অনলে সাজাইয়া । পুত্র কন্যা ঘরে যাবে শ্মশানে রাখিয়া ॥ শ্মশানে অনলরাশি ভস্মরাশি শমন ভবন যেতে । সঙ্গে যাবে কালের কোটাল, কেউ যাবেন! সাথে ॥ কোটালের ডাণ্ড হাতে মারবে মাথে বলৰে চল দ্বরাচার পাপী । তখন পড়বে কেঁদে, তুলবে বেঁধে, করবে ছোট ৰাজী ॥ তখন নয়ন তুলে দেখবে চেয়ে, কেউ নিকটে নাই । মনরে কার বেগার খেটে এলাম কি ধন নিয়ে যাই ॥ কোথা হোতে কার নিকটে কেন লয়ে যায় । আপন বলিয়া যারে ভাৰিলাম সেবা কোথা রয় ॥ বড বাড়ী বড় ঘর রহিল পড়িয়ে । যেন হাট ভাঙ্গিলে কে কোথা যায় কেউ দেখেন চেয়ে ॥ ভাই বন্ধু আর পরিবার সম্পত্তির সাখী । শমন ভবন গমন কালে কেবল গোবিন্দ সাল্লধী ॥ ধন জন পুত্র কস্তা সব অকাৱণ । মন্ত্রণ সময় কেৰল আছেন ষ্ট্ৰীমধুসূদন ॥ ওহে বিপদৰাজি, রাসমুন্দরী জেৰে ব্যাকুল মন । স্বাগস্থলীর সেই সময়ে দিও হে দর্শন ।