পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ পরিচ্ছে। মার্কিন সহৃদয়ত ও সাধুতা, এবং মার্কিনদের সহিত আমাদের বন্ধুত্ব straf sit. Land of Almighty Dollar wat sy skita মাকিন জাতি কেবল টাকা করিবার জন্য ব্যস্ত। তথায় ক্রেরপতির ছড়াছড়ি বলিলেও চলে। রকেফেলার, কার্ণোগ, এষ্টর, হেনরি ফিপস্ প্রভৃতি ক্রোরপতির নাম বোধ হয় সকলে শুনিয়াছেন । তাহার। আমাদের দেশের রাজা, মহারা তার মতন বাইনাচ, থ্যামটা নাচ বা ছেলের বিয়েতে বিরাট মিছিল প্রভূতি করিয়া অর্থের অপব্যয় করেন না । তাহারা সৎকার্য্যে অর্থ ব্যয় করেন। সব জাতির মধ্যে দয়া বলিয়া জিনিষ আছে, তবে মার্কিন জাতির মধ্যে কিছু বেশী পরিমাণে দেখা যায়। তাহা আমি নিজের অভিজ্ঞতা হইতে দেখাইতেছি। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকালে আমার একবার টাকার বড় sex qo agito E. L. Hall Champaign as Citizens' State Bank হইতে ২০ ডলার আমাকে হাওনোটে ধার দেওয়াইয়। দেন। সে হাওনোটে অধ্যাপক লুকেও সহি করিতে হইয়াছিল, অর্থাৎ ঐ টাকার জন্য আমরা উভয়ে দায়ী থাকিলাম। অধ্যাপক হলের সহি না থাকিলে আমি টাকা ধার পাইতাম না। পরিশেষে আমি তাহা শোধ দিয়া হতচিঠি ফেরৎ পাই । আর একবার যখন Hawana Biological Station a so fasfoto Summer School attend করিতেছিলাম, তখন আমার টাকার বিশেষ অভাব ঘটে।