পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রখম পরিচ্ছেদ ר צ মুটে বড় বড় বস্ত পিঠে লইয়া যাইতেছে, মাথায় কেহ মোট বয় না । ২১শে সেপ্টেম্বর প্রাতে ১১ টার সময় আমাদের জাহাজ Genoa ছাড়ির মার্সেল অভিমুখে চলিল । ২২শে সেপ্টেম্বর প্রাতে ৪ ঘটিকার সময় আমরা মার্সেলে আসিয়া পৌছিলাম, মার্সেল বন্দর বেশ বড় ; বন্দরের একধারে বড় বড় পাহাড় । আমরা সহর বেড়াইতে বাহির হইলাম, বন্দরের নিকটস্থ রাস্তা গুলি ভাল নয় ; সহরের ভিতরকার রাস্তাগুলি বেশ প্রশস্ত ও পরিষ্কার। রাস্তার দু’ধারে সব বড় বড় বাড়ী ; আমরা রাস্ত দিয়া যাইতে লাগিলাম, ফরাসীরা আমাদের পানে তাকাইতে লাগিল । এদেশে ও বৈদ্যুতিক ট্রাম, মোটরকার প্রভৃতি সব আছে। ফরাসী সাহেব রাস্তার ময়ল। ঝাট দিয়! গাড়ীর উপর বোঝাই করিয়া লইয়া যাইতেছে ; ফরাসী সাহেব বেহালা বাজাইয় এবং ফরাসী যুবতী নাচ করিয়া দশকবৃন্দের নিকট হষ্টতে সেন্টিম্ (একরকম মুদ্রা ) লষ্টতেছে । প্রত্যেক রাস্তায় এবং গলিতে মদ্যপান করিবার জন্য বড় বড় bar রহিয়াছে, সাহেব মেম তাহার ভিতর গিজ গিজ করিতেছে এবং মুরাদেবীর আরাধনা চলিতেছে । ফরাসীরা সাধারণতঃ বেঁটে, এবং দাড়ী ও রাখে। ফরাসী মেয়ের বেশ হৃষ্টপুষ্ট, ও গায়ের রং rosy, ইহার খুব আমুদে, ভারতীয়দের ঘৃণা করে না । কোন কোন মেয়ের এমন নির্লজ্জ বেশভূষা যে তাহা দেখিলে আমাদের নিজেদের তাঙ্গদের সামনে বাহির হইতে সঙ্কোচ বোধ হইত। তাহারা কিন্তু মোটেই সস্কুচিত হইত না । এদেশে বেগুণ, তরমুজ, কুমড়া প্রভৃতি পাওয়া যায় । এখানকার ..at stafa Ös s also astasta Art gallery s King's Palace এই দু’টা দেখিবার জিনিষ । Art galleryতে নানারকম বহু পুরাতন এবং বিখ্যাত চিত্রকরের ঐতিহাসিক ও পৌরাণিক ছবিসকল দেখিলাম । *footst; Art gallery: CŞth CS3 stol King's Palace 體 는 發