পাতা:আরোগ্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।


সূচী
উৎসর্গ বহু লোক এসেছিল জীবনের প্রথম প্রভাতে
এ দ্যুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধূলি
পরম সুন্দর
নির্জন রোগীর ঘর
ঘণ্টা বাজে দূরে
মুক্ত বাতায়নপ্রান্তে জনশূন্য ঘরে
অতি দূরে আকাশের সুকুমার পাণ্ডুর নীলিমা
হিংস্র রাত্রি আসে চুপে চুপে
একা ব'সে সংসারের প্রান্ত-জানালায়
বিরাট সৃষ্টির ক্ষেত্রে
১০ অলস সময় ধারা বেয়ে
১১ পলাশ আনন্দমূর্তি জীবনের ফাল্গুনদিনের
১২ দ্বার খোলা ছিল মনে, অসতর্কে সেথা অকস্মাৎ
১৩ ভালোবাসা এসেছিল একদিন তরুণ বয়সে
১৪ প্রত্যহ প্রভাতকালে ভক্ত এ কুকুর
১৫ খ্যাতি নিন্দা পার হয়ে জীবনের এসেছি প্রদোষে
১৬ দিন পরে যায় দিন স্তব্ধ বসে থাকি
১৭ যখন এ দেহ হতে রোগে ও জরায়
১৮ ফসল কাটা হলে সারা মাঠ হয়ে যায় ফাঁক
১৯ দিদিমণি
২০ বিশুদাদা
২১ চিরদিন আছি আমি অকেজোর দলে
২২ নগাধিরাজের দূর নেবু-নিকুঞ্জের