পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

D) O R আর্য্য-নারী । জ্বালাইয়াছেন,তাহ সহজে নিভিাবে না । মোগল তা’র সমগ্র শক্তি লাইয়া এ আগুনে রাজস্থান পোড়াইয়া ছারখার করিতে চেষ্টা করিবে। রাজস্থানের এমন বিপদে মিবারের রাজকন্যা যশোবন্তসিংহের মহিষী আমি কি উদয়পুর-দুর্গে নিশ্চিন্ত নিরাপদে শিশু কোলে করিয়া দিন কাটাইতে পারি ? এতদিন স্বামীর একমাত্র বংশধর এই শিশুর জীবন রক্ষাই আমার জীবনের প্রধান কর্ত্তব্য বলিয়া মনে করিয়াছি। আজ সে কর্ত্তব্যের শেষ হইয়াছে। অজিতকে আপনার হাতে দিয়াছি, সে এখন নিরাপদ । আগত প্রায় ভীষণ মোগল সংঘর্ষে রাজপুতের জাতীয় শক্তি রক্ষণ করাই এখন প্রত্যেক রাজপুতপুরুষ ও রাজপুত রমণীর জীবনের সর্বপ্রধান ব্রত। সেই ব্রত পালন করিতে আমি চলিলাম। আমি মারবারে প্রজাবৃন্দকে উত্তেজিত করিয়া আপনার সহায়তায় নিয়োজিত করিব। তারপর অন্যান্য রাজপুত রাজগণের নিকট গিয়া তাহারাও যাহাতে রাজস্থানের এই বিপদে আত্মকলহণও মোগলভয় সব ভুলিয়া প্রকৃত রাজপুত সন্তানের ন্যায় রাজস্থানের শক্তি ও গৌরব রাখিতে আপনার সহায়তায় সকলে মিলিত হন, তার জন্য প্রাণপণ যত্ন করিব। আপনার পদধূলি আমায় দিন; আশীৰ্বাদ করুন, যে সাধনায় চলিলাম। তাহাতে যেন সিদ্ধিলাভ করিতে, পারি ” রাজসিংহ কহিলেন,-“যাও মা, ভগবান একলিঙ্গ তোমার সহায় হউন । সাধনায় সিদ্ধিলাভ কর। রাণবংশের যোগ্য कद्या डूमि।