পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কর্ম্মদেৰী । à8} * কর্ম্মদেবী কহিলেন,-“এই হাতখানা তুলিয়া লাও ইহা cभाश्णिकूएशन्न उप्ले-कविहान्न ७ि।” এইরূপে দুইখানি হাত কাটিয়া রাখিয়া কর্ম্মদেবী চিতায় স্বামীর পাশে গিয়া শয়ন করিলেন। চিতা জ্বলিল। দেখিতে দেখিতে বীর ও বীরাঙ্গনার অতুলন। রূপময় দেহ দুইখানি ভস্মীভূত इशेत् । কর্ম্মদেবীর ছিন্ন বাহু পুগলে পৌঁছিল। বৃদ্ধ রণাঙ্গদেব পুত্রবধুর ছিন্ন বাহু কোলে লইয়া অনেক কঁদিলেন। তার পর সজ্জিত চিতায় সেই ছিন্নবাহু দগ্ধ করিয়া সেখানে বৃহৎ পুষ্করিণী প্রতিষ্ঠা করিলেন। পুষ্করিণী ‘কর্ম্মদেবী সরোবর নামে প্রসিদ্ধ হইল।