পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 0 Vb अiरी-नांद्री । মানিবে। ইহার আশীর্বাদে ও ভবানীর কৃপায় তোমার কোন অমঙ্গল হইবে না ।” কিছুদিন পরে দান্দোজির মৃত্যু হইল। মৃত্যুমুখেও দাদোজি অনেক উপদেশ ও উৎসাহ বাক্যে শিবাজিকে প্রবোধিত করিলেন। কথিত আছে, স্বামীর মৃত্যু হইবামাত্র দাদোজির স্ত্রী মূচ্ছিত হইয়া পড়েন, এবং সেই মুচ্ছাতেই তাহার মৃত্যু হয় । (c) দশাদোজির মৃত্যুর পর শিবাজি নিজের হাতে জমীদারী ও জায়গীর শাসনের ভার নিলেন। সাহিজি প্রাপ্তবয়স্ক পুত্রের উপর পৈতৃক বিষয় সম্পত্তির ভার রাখিয়া বিজাপুরের রাজকার্য্যে কর্ণাটেই রহিলেন । দান্দোজি এখন নাই। কর্ত্তব্য পথে চলিবার পক্ষে জিজাই এখন শিবাজির প্রধান সহায় । মাতার উপদেশ ও পরামর্শ অনুসারে শিবাজি স্বাধীন হিন্দু রাজ্য স্থাপনের আয়োজন বিশেষ ভাবে আরম্ভ করিলেন। মাতার প্রতি শিবাজির এমন ভক্তি ছিল, মাতার সূক্ষম বুদ্ধি, বিজ্ঞতা ও রাজনৈতিক অভিজ্ঞতার উপর তঁহার এতদূর আস্থা ছিল যে, এই সময় রাজ্য-স্থাপনের আয়োজন হইতে আরম্ভ করিয়া, রাজ্যস্থাপন *এবং তাহার শাসনকালেও, জিজা যতদিন জীবিত ছিলেন, মাতার উপদেশ ও আশীৰ্বাদ না লইয়া শিবাজি কখনো কোন