পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

УROb -ਕ বিপ্লবে মারাঠা রাজ্য রক্ষা করেন, বাজিরাও ভারতময় মারাঠাশক্তির প্রাধান্য স্থাপনের সূত্রপাত করেন। মোগল শক্তি এই সময় পতনের মুখে চলিয়াছিল। বাজিরাও দেখিলেন, ভারতে হিন্দুশক্তি প্রতিষ্ঠার এই সুযোগ। গুজরাট ও মালব হইতে পূর্বে প্রায় উড়িষ্যা পর্যন্ত সমগ্র মধ্যভারতে মারাঠারাজ্য বিস্তৃত হইল। দক্ষিণ ভারতের নিজাম রাজ্য এবং উত্তর ভারতের অনেক প্রদেশ মারাঠাদিগকে কর দিতে বাধ্য হইল । বাজিরাও মাত্র বিয়াল্লিশ বৎসর কাল জীবিত ছিলেন, কিন্তু, এই অল্প সময়ের মধ্যেই তাহার লোকাতীত প্রতিভাবলে ভারতে মারাঠা শক্তিই প্রধান হইয়া ऐठेिवण । বাজিরাও এর মৃত্যুর পর তাহার পুত্র বলজি বাজিরাও পেশোয়া হইলেন । সাহু এখন বৃদ্ধ এবং নিঃসন্তান বলিয়া তাহার পোষ্যপুত্র গ্রহণের প্রয়োজন হইল। কিন্তু রাজার পোষ্যপুত্র, রাজাসনে বসিবে, সুতরাং সে পুত্র নিজ বংশীয় কেঁহ হওয়া চাই। কোহলাপুরের বার্ত্তমান রাজা সাহুর নিকটতম জ্ঞাতি। সুতরাং সাহুর স্ত্রী সাবিত্রীধাইএর ইচ্ছা হইল, ইহাকেই পোষ্যপুত্র রাখা হয়। কিন্তু পেশোয়ার এরূপ ইচ্ছা ছিল না। রাজ্যে যে পেশোয়াদের সর্বময় কর্তৃত্ব হইয়া উঠিতেছিল, ইহা সাবিত্রীবাই যে বড় পছন্দ করিতেন না, রাজা পেশোয়ার বশীভুত না হইয়া পেশোয়াকে আপনি বশে রাখেন, “এ জন্য আজীবন তিনি অনেক