পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

इढJांबहे ॥ a ইন্দোরের রাজা মলহরীরাও হোলকারের কথা আমরা পূর্বেই বলিয়াছি। ইনি প্রথমে হোল নামক একটি ক্ষুদ্র পল্লীতে একজন সামান্য পশুপালক ছিলেন। হোল গ্রামের নাম হইতেই ইহার হোলকার পদবী হয়। তখন মারাঠা দেশে সর্বদা যুদ্ধ বিগ্রহ চলিত। মলহর তাহার মাতুলের অধীনে একজন অশ্বারোহী সৈন্য হইলেন। নানা যুদ্ধে তিনি বিশেষ সাহস, বীরত্ব ও রণকৌশল দেখান। তঁহার সুখ্যাতি শুনিয়া পেশোয়া বাজিরাও তঁহাকে আপনার অধীনে এক সেনানায়কের পদে নিযুক্ত করেন। আপন শক্তিতে মলহরীরাও ক্রমে উচ্চ হইতে উচ্চতর পদে উঠিতে লাগিলেন। শেষে বাজিরাও ইন্দোর প্রদেশ ভঁাহাকে জায়গীর স্বরূপ দিলেন। আমাদের আখ্যায়িকার নায়িকা অহল্যাবাই এই হোলকার ংশের প্রতিষ্ঠাতা মলহরীরাও হোলকারের পুত্রবধু। রাজ্যশাসননিপুণতায় এবং অন্যান্য বহু সদনুষ্ঠানে অহল্যাবাই ভারতের সর্বত্র চির যশস্বিনী হইয়া আছেন । ( R ) একদিন মলত্ররাও মালব ও গুজরাট প্রদেশে কোন বিদ্রোহ দমন করিয়া বিজয়ী সৈন্য সহ পুনায় নিজ প্রভু পেশোয়ার নিকট যাইতেছিলেন। পথে পাথরভী নামে একটি গ্রাম ছিল। বিশ্রামের জন্য কিছুক্ষণ র্তাহারা সেখানে থাকিলেন । মলহরীরাও ও কয়েকজন সেনানী কোন মন্দিরে