পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- অহল্যাবাই । RiRe কে আসিয়া এ সম্পত্তি উড়াইবে, তাই দত্তক লইবার ইচ্ছা! আমার নাই। আপনি রাণী, কত সৎকর্ম্ম আপনাকে করিতে হয়। এই সম্পত্তি লইয়া কোন সৎকার্য্যে আপনি ব্যয় করুন।” অহল্যা উত্তর করিলেন,-“আমি রাণী বলিয়া একাই যে এদেশে সকল সৎকার্য্যের অধিকারিণী, তা নয়। সৎকার্য্য তুমিও অনেক করিতে পার। সৎকার্য্যের জন্য যথেষ্ট ধন আমার আছে। তোমার ধন কেন আমি লাইব । স্বামীর অবর্ত্তমানে এ সম্পত্তি এখন তোমার। যদি ভোগ না করিতে চাণ্ড, তুমি নিজে সৎকার্য্যে ইহা ব্যয় কর । তোমার সম্পত্তির সদব্যয়ে তুমিই পুণ্যের অধিকারিণী হও।” অহল্যার উপদেশে বিধবা র্তাহার সকল সম্পত্তি নানারূপ লোকহিতকর কার্য্যে ব্যয় করিলেন । আবার কোন নিঃসন্তান বণিকের মৃত্যু হইলে বণিকের স্ত্রী পোষ্যপুত্র গ্রহণের অনুমতি পাইবার জন্য অহল্যাকে অনেক উপঢৌকন দিতে চাহিল। অমাত্য বলিলেন, এরূপ উপঢৌকন লাওয়ায় কোন দোষ নাই। কিন্তু অহল্যা উত্তর করিলেন“শাস্ত্রবিধানে এই বিধবার, পোষ্যপুত্র গ্রহণ করিবার সম্পূর্ণ অধিকার আছে। তুহার ন্যায়-অধিকার সে ভোগ করিবে, তাহাতে আমার অনুমতির আবশ্যক কি ? আবশ্যক হইলেও, সেজন্য কোন উপঢৌকন গ্রহণে আমার কোনই অধিকার নাই। বিধবা ইচ্ছামত পোষ্যপুত্র গ্রহণ করুক। আমি কোন উপহার লাইব না।” এ • ”