পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RCR আর্য্য-নারী । किशु किछूत्डश् cकॉन कण श्ण ना वाली श्रद्धच अधिকারে আসিল । (७) এই সময়ে বিঠরে বৃত্তিভোগী বৃদ্ধ পেশোয়া দ্বিতীয় বাজীরাও এর মৃত্যু হইল। লর্ড ডালহৌসি তাহার পোষ্যপুত্র নানাসাহেবকে তাহার বৃত্তি দিতে চাহিলেন না । তিনি বলিলেন, বাজীরাও এর পোষ্যপুত্রকে গবর্ণমেণ্ট প্রতিপালন করিতে বাধ্য নহেন। বাজীরাও যথেষ্ট সম্পত্তি রাখিয়া গিয়াছেন। সেই সম্পত্তি এবং বিস্তুরের জায়গীর তাহাঁর দত্তক নানাসাহেব ও রাওসাহেবের পক্ষে যথেষ্ট । পিতার বৃত্তি পাইবার জন্য নানাসাহেব অনেক যুক্তি CMՀiইয়া অনেক আবেদন করিলেন : বিলাতে আপনার প্রতিনিধি পাঠাইলেন ; কিন্তু কোন ফল হইল না। ইহাতে, নানাসাহেব ইংরেজরাজসরকারের বিরুদ্ধে দারুণ বিদ্বেষ পোষণ করিতে व्ण6िढाका । এইরূপে ছোট বড় দেশীয় সন্ত্রান্ত রাজ্যগুলি ইংরেজরাজ সরকারভুক্ত করায় ক্রমশঃ দেশের লোকের অসন্তোষ প্রকাশ পাইতে লাগিল এবং আরও দু’একটি কারণে এই সময় সহসা ভারতবিখ্যাত সিপাহী-বিদ্রোহ * উপস্থিত হয়।

  • ইংরেজরাজের সৈন্য দুই রকম -ইংরেজ সৈন্যগণকে গোরা এবং এদেশীয় সৈন্যগণকে সিপাহী বলে। এই সিপাহীয়া ক্ষেপিয়া বিদ্রোহী হাঁটিয়াছিল।