পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লক্ষ্মীবাই । RUbSe ইংরেজ সৈন্য লইয়া গোয়ালিয়রের দিকে আসিলেন। তখন রাও সাহেব তান্তিয়াটোপেকে সৈন্য সাজাইয়া যুদ্ধে প্রস্তুত হইতে আদেশ দিলেন। নিজে আগের মত নিশ্চেষ্ট রহিলেন। রাও সাহেবের পক্ষ গোয়ালিয়রের বাহিরে দূরে কোথাও । ইংরেজ সৈন্যের গতিরোধ করিতে পারিল না । ইংরেজ সৈন্য গোয়ালিয়র আক্রমণ করিল। রাণীর উপর গোয়ালিয়রের পূর্বদিক রক্ষার ভার পড়িল । পুরুষ বেশে ঘোড়ার পিঠে থাকিয়া রাণী সমস্ত দিন অক্লান্ত পরিশ্রমে সৈন্যদের শৃঙ্খলা বিধান এবং নগর রক্ষার অন্যান্য বন্দোবস্ত করিলেন। ১৮ই জুন তারিখে সমস্ত দিন ধরিয়া যুদ্ধ হইল। সমস্তদিন রাণী অশ্বপৃষ্ঠে, সৈন্যদের কাছে থাকিয়া অদম্য উৎসাহে বিক্রমে এবং রণকৌশলে তঁাহাদিগকে পরিচালিত করিলেন। কিন্তু যুদ্ধে ইংরেজ সৈন্যেরই জয় হইল। মুন্দরা ও কাশী নামে রাণীর দুইজন সহচরীও ঘোড়ায় চড়িয়া রাণীয় সঙ্গে যুদ্ধ করিতেছিলেন। এই দুইজন সহচরী ও কয়েকজন অনুচর লইয়া রাণী যুদ্ধক্ষেত্র ত্যাগ করিলেন। কয়েকজন ইংরেজ অশ্বারোহী রাণীর পশ্চাতে ছুটলেন। রাণীর ঘোড়া সকলের আগে ছুটিতেছিল। সহসা কাতর রোদন শুনিয়া রাণী ফিরিয়া দেখিলেন, তঁাহার সহচরী মুন্দরাকে একজন ইংরেজ অশ্বারোহী আক্রমণ করিয়াছে। রাণী ঘোড়া ফিরাইয়া বিদ্যুৎ-বেগে তাহদের কাছে আসিলেন,-অসির আঘাতে অশ্বারোহীকে হত্যা করিয়া আবার ছুটিয়া চলিলেন।