পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ro আর্য্য-নারী । মহম্মদ ঘোরী ও র্তাহার সেনাপতিগণ বিহার, বাঙ্গালা প্রভৃতি উত্তরভারতের প্রায় সমুদয় রাজ্যগুলি অধিকার করিলেন। এইরূপে উত্তরভারতবর্ষ অধিকার করিয়া মহম্মদ ঘোরী সেনাপতি কুতবউদিনের উপর তাহার শাসনভার অর্পণ করিলেন। শাসনকর্তৃত্ব পাইবার অল্প পরেই কুতবউদ্দিন বিপুল সৈন্য সূহ বীরভূমি রাজপুতানার অন্তর্গত সর্বপ্রধান রাজ্য মিবার আক্রমণ করিলেন। মিবাররাজ কর্ণ তখনো অপ্রাপ্তবয়স্ক বলিয়া কর্ম্মদেবীই রাজ্যশাসন করিতেছিলেন। যে প্রবল মুশলমানশক্তিস্রোত সমস্ত উত্তরভারতবর্ষ প্লাবিত করিয়াছে, সেই স্রোত আজ ক্ষুদ্র মিবার অভিমুখে ধাবিত। এই স্রোত প্রতিরোধ করিয়া আজ কে মিবার রক্ষা করিবে ? মিবারের বীরগণের নেতৃত্বে আজ সমরসিংহ নাই, কে আজ সেই মহাবীর যোগীন্দ্রের কুলগৌরব রক্ষা করিবে ? সর্দারগণ ও রাজপুরুষগণ চিন্তায় আকুল হইলেন। কর্ম্মদেবীর নিকট সকলে গিয়া সমস্ত অবস্থা বর্ণনা করিয়া কহিলেন,-“মা, উপায় কি ? মিবার ত রক্ষা পায় না !” কর্ম্মদেবী কহিলেন,-“কেন, তোমরা এতগুলি বীর জীবিত থাকিতে মিবার রক্ষার উপায় হইবে না ?” তাহারা কহিলেন,-“মিবারের স্বাধীনতা রক্ষার জন্য আমরা মরিতে প্রস্তুত। আমরা মরিব, কিন্তু মিবার ত রক্ষা १iांश्रद नों भों !” 函 কর্ম্মদেবী কহিলেন,-“ তোমরা সকলে যদি মৃত্যুপণ করিয়া