পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাণী ভবানী । Ve

  • (***-o-oko

FATWANAFWYNAF জ্ঞানী হিন্দুরা এইরূপ বিশ্বাস করিয়া থাকেন। তাই কোন মানবের ধর্ম্ম ও কর্ম্ম-জীবনে অসাধারণ শক্তি দেখিলে তঁহারা মনে করেন, বিশ্বদেবতা বিশেষ ভাবে ইহার মধ্যে আপনাকে প্রকাশ করিয়াছেন । জ্ঞানীর উচ্চ তত্ত্বজ্ঞান সাধারণ লোকে পরিষ্কাররূপে না বুঝিলেও, তাহদের ধর্ম্ম-বিশ্বাসে ইহার প্রভাব অনেক পরিমাণে প্রতিফলিত হইয়া থাকে। তাই, অসাধারণ শক্তি ও সাধনা কাহারে মধ্যে দেখিলে, তাহাকে মানবরূপে স্বয়ং কোন দেবতা বলিয়া সাধারণতঃ হিন্দুরা বিশ্বাস করিয়া থাকেন। এই বিশ্বাসের ফলে অনেক অলৌকিক ঘটনার কথাও র্তাহাদের জীবনের ইতিহাসের মধ্যে জড়িত হইয়া পড়ে । শিবাজি ও অহল্যাবাই সম্বন্ধে এইরূপ কোন কোন অলৌকিক ঘটনার উল্লেখ আছে,-পাঠিকারা তাহা পুর্বেই পড়িয়াছেন ;-ধর্ম্ম ও কর্ম্ম জীবনের অসাধারণ মহিমায় মহিমান্বিতা রাণী ভবানীকেও সাময়িক লোকে মানবীরূপে স্বয়ং দেবী ভগবতী বলিয়া বিশ্বাস করিতেন। তাই তঁাহারও জীবনে অনেক অলৌকিক ঘটনার উল্লেখ আছে। তাহার কিছু বিবরণ না দিলে রাণী ভবানীর জীবনের ইতিহাস।াংশ অপূর্ণ থাকিয়া यद्म । কাশীতে ব্রাহ্মণ, তীর্থবাসী ও দীন দুঃখী-এমন কি, ইতর প্রাণীকে পর্য্যন্ত মুক্তহস্তে অন্নদান জন্য, কাশীর অধিষ্ঠাত্রী অন্নপূর্ণর স্যায়, লোকে রাণী ভবানীকে ভক্তি করিত, এ কথা পূর্বেই উল্লিখিত হইয়াছে। একবার, দান করিতে বসিয়া, e