পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छाबिद्र-बाख्ठा ७ छोबिद्र-°झै । লাইল । পরে ক্ষেত্রের মধ্যে প্রবেশ করিয়া ঐ জনারের ভল্ল দিয়া শূকরটাকে বিঁধিয়া অবিলম্বে রাজপুত্রের নিকট লইয়া আসিল । কৃষককুমারীর পুরুষাধিক শক্তি ও বিক্রমে সকলে মুগ্ধ হইয়া তাহার অনেক প্রশংসা করিয়া শিবিরে ফিরিয়া গেলেন । শিবিরে ফিরিয়া রাজপুত্র ও র্তাহার অনুচরগণ নদীর তীরে সুনাহিক করিতেছেন, এমন সময় প্রকাণ্ড একখণ্ড পাথর আসিয়া অরিসিংহের ঘোড়ার পায়ের উপর পড়িল । ঘোড়াটি তখনইমাটিতে পড়িয়া গেল। সকলে চাহিয়া দেখিলেন। সেই কৃষকবালা মাচাব উপর হইতে পাথর ছুড়িয়া পশুপক্ষী তাড়াইতেছে, তাহারই একটা পাথর এতদুরে আসিয়া ঘোড়ার পা ভাঙ্গিয়া তাহাকে মাটিতে ফেলিয়াছে। কৃষকবালার দৈহিক শক্তির দ্বিতীয় পরিচয় পাইয়া সকলে আশ্চর্য্যান্বিত হইলেন। কুমারীও রাজপুত্রের ঘোড়ার দুৰ্গতি দেখিয়া লজ্জিত ও ভীত হইয়া নিকটে আসিয়া কহিলেন,—“রাজকুমার, আমাকে ক্ষমা করুন। আমি অসাবধানে আপনার ঘোড়াটির এই দুৰ্গতি করিয়াছি। আমি স্ত্রীলোক ; আপনার প্রজা । আমার অপরাধ গ্রহণ করিবেন না ।” • অরিসিংহ, হাসিয়া কহিলেন,-“ক্ষমা করিব, কিন্তু তোমার শক্তি দেখিয়া আঁমরা অবাক হইয়াছি। আমরাও তোমার কাছে দাড়াইতে পারি না । তোমার মত এমন রমণী যদি আরও এদেশে থাকে, প্রত্যেকের হাতের ঢিলে আমার দশটি করিয়া ঘোড়ার পা ভাঙ্গিলেও তাহাতে দুঃখ নাই! আমার এই