পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चां-नांद्रौ । মাত্র দুঃখ, বে, সঙ্গে এমন কিছু নাই তোমার উপযুক্ত পুরস্কার করিতে পারি।” কৃষককুমারী কহিল,-“রাজপুত্র, আপনার অনুগ্রহ ও ক্ষমাই আমার যথেষ্ট পুরস্কার। আর কোন পুরস্কার আমি চাই না। দীন প্রজাকে স্মরণ রাখিবেন এই প্রার্থনা।” রাজপুত্রকে প্রণাম করিয়া কৃষকবালা নিজ কার্য্যে চলিয়া গেল। অরিসিংহ সঙ্গিগণ সহ রাজধানীতে যাত্রা করিলেন। পথে আবার তঁহাদের সঙ্গে সেই কৃষকবালার সাক্ষাৎ হইল। মাথায় বড় একটা দুধের কলসী এবং দুই হাতে দড়ি দিয়া বাধা দুইটা মহিষ চালাইয়া সে গৃহে ফিরিয়া যাইতেছে। রাজপুত্রের একজন. অনুচরের মনে হইল, মেয়েটা আমাদিগকে এত লজ্জা দিয়াছে, এখন সুযোগ মত ইহাকে একটু জব্দ করা যাক। ভাবিয়া, তিনি এমন ভাবে ঘোড়া চালাইলেন, যাহাতে ঘোড়াটা কৃষককন্যার গায়ের উপর আসিয়া পড়ে এবং ধাক্কায় তার মাথা । হইতে দুধের কলসী পড়িয়া যায় । কন্যাও অনুচরের এই অভিসন্ধি বুঝিতে পারিয়া একটু মুচুকী হাসিয়া তাহার হাতের মহিষেরু দড়ি এমন ভাবে ঘোড়ার পায়ে জড়াইয়া দিল, যে, কৌতুকপ্রিয় দুর্ব্ববুদ্ধি অনুচর ঘোড়া লইয়া একেবারে মাটিতে পড়িয়া গেল। ་ ༥ সকলে হাে হাে করিয়া হাসিয়া উঠিলেন। রাজপুত্রের অনুচর কৌতুক করিতে গিয়া নিজেই সকলের কৌতুকের পাত্র হইলেন ! অনুচর ভাঙ্গাপায়ে কষ্টে কৃষকবালার নিকটে আসিয়া