পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"༧ अॉर्थ-नांद्री ।

  • কর্ম্মদেবী কহিলেন,-“বোধ হয় বালক বলিয়া উপেক্ষা করিয়াছেন। কিন্তু তাই বলিয়া কি তুমি মিবারবাসী রাজপুত হইয়া মিবারের এই বিপদের সময় ঘরে বসিয়া থাকিবে ? রাণার প্রজা হইয়া শত্রুর আক্রমণে র্তাহাকে সাহায্য দানে কুষ্ঠিত হইবে ? যাও পুত্ত, সৈন্য লইয়া স্বদেশ রক্ষার্থে "স্বদেশের রাজা রাণার সাহায্যে যুদ্ধে যাও। বালক বলিয়া ভীত বা সন্ধুচিত হইও না। বয়সে বালক হইলেও, বীরত্বে তুমি কোন পরিণতবয়স্ক রাজপুত বীর অপেক্ষা কম নও। রাণা ডাকেন নাই বলিয়া দ্বিধা করিও না ; তোমার জন্মভূমি বিপদে তোমাকে ডাকিতেছেন । এ ডাকের উপরে কি রাণার ডাক ? আর, তুমি সৈন্য লইয়া ভঁাহার সাহায্যার্থ উপস্থিত হইলে, তোমার সহায়তা তিনি কখনো প্রত্যাখ্যান করিবেন না । আর যদি করেনও, রাণার অজ্ঞাতে স্বদেশ রক্ষার্থে স্বদেশের শত্রুনাশে তোমার প্রাণপণ চেষ্টা তুমি করিবে। ভবিষ্যতে রাণার অসন্তোষে যদি ইহাতে তোমার কোন বিপদ হয়, তাও হাসিমুখে মাথায় তুলিয়া লইবে।”

পুত্ত সৈন্য সহ চিতোরে যাত্রা করিলেন। পুত্রকে আশীৰ্বাদ করিয়া বিদায় দিয়া, কন্যা কর্ণবতী এবং পুত্রবধু কমলাবতীকে ডাকিয়া কর্ম্মদেবী কহিলেন,-“মা, পুত্ত আমার এখনো বালক। তাহাকে এক যুদ্ধে পাঠাইয়া ঘরে আমি নিশ্চিন্ত থাকিতে পারিব না। আমিও যুদ্ধে যাইব । যতদূর পারি পুত্তের সহায়তা कब्रिद।”