পাতা:ইতিহাস-সার.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । &いう আলফুেড মহোপাখি প্রাপ্ত হইয়াছিলেন । অনেক - রাজা এই উপাধি গ্রহণ করিয়াছিলেন বটে, কিন্তু আলফুেড ঐ উপাধির যথার্থ পাত্র ছিলেন, যেহেতু তিনি রাজ্যশাসনের অনেক মুনিয়ম করিয়া যান। জুরীর দ্বার। বিচার হইবার রীতি প্রচলিত হয়, এবং আকসফোটের চতুষ্পাঠী তৎকর্তৃক স্থাপিত হয় । আলফুেড রাজার রাজত্বকালে ইংলণ্ঠীয়ের ভিন শ্রেণীতে বিভক্ত হয় । প্রথম শ্রেণীর নাম টেনস, भन्नुষোর এই শ্রেণীভূক্ত ছিলেন। দ্বিতীয় শ্রেণীর নাম সেয়রলস, মধ্যম অবস্থার লোকেরা এই শ্রেণীভুক্ত ध्रिशन । जृॐौग्र ८etभैङ्ग नाभ विलन्ग ., atनरश्ौ সামান্য লোক যাহার। দাঙ্গাৱত্তি করিত ভাস্কার এই শ্রেণীভূক্ত ছিল, ফলতঃ এই শ্রেণীর লোক্কই অধিক ছিল । এই সময়ে ইংলণ্ডীয়ের অতি মৃঢ় ছিল । পাদরী ভিন্ন কেহ লেখাপড়া জানিত না, এবং পাদরীদিগের মধ্যেও অনেকের বর্ণ বোথ ছিল মা । যখন দিনামারের ইংলগুদেশে উৎপাত করে, তখন ডাইন উলফ নামে এক জন রাখাল, আলফ্টেডকে এখেলনী দ্বীপে আপন কুটীরে লুকাইয়া রাখিয়াছিল, এই কারণ তিনি তাহাকে উইঞ্চেষ্টরের ধর্ম্মাধ্যক্ষ-পদে নিযুক্ত করিয়া ছিলেন । ইহাত্তে বোধ হইৰে পাদরীর কেমন মুঢ় इझे८ठन ।