পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১s৮ ইলেকট্রিক টেলিগ্রাফ । বামে ঘুরাইলে আ!, ছয়বার বামদিগে একবার ডাহিনদিগে ঘুরাইলে স, তিনবার বামদিগে , একবার বামদিগে অ, দুইবার বামদিগে আ, একবার বামদিগে ছুইবার ডাহিনদিগে এ, একবার বামদিগে পাচবার ডাহিনfদগে হাতল ঘুরাইলে স্ত্রীরামপুরের যন্ত্রপরিচালক ছ। বুঝিবেন । সুতরাং এইৰূপে “ সান্তাল আসিয়াছে” যে সংবাদ তাহ অতি স্বপক্ষণের মধ্যে স্ত্রীরামপুরে আগত হইবে। ১৬৫ ৷ যেৰূপ সঙ্কেত প্রকাশের বিষয় লেখা গেল তাহাতে অনেকে এমত অনুভব করিলেও করিতে পারেন যে একটি অক্ষর জানাইতে এবং তাহা সঙ্কলন করিতে অধিক কাল ব্যাজ হইতে পারে,কিন্তু যন্ত্রপরিচালকগণ এক পলের মধ্যে তদ্রুপ বিংশতি শব্দ পরিচালন এবং সঙ্কলন করিতে পারেন । ১৬৬ ৷ অ, অবধি ক্ষ, পর্য্যন্ত বর্ণমাল৷ যন্ত্রের আবরকের উপর চিত্রিত করিলেও করা যায় এবং চিত্রাক্ষরের উপর কাটার গতি হইলে সংবাদ বোধ হইতে পারে ।